১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সাবেক মন্ত্রী এম এ মান্নানের জামিন নামঞ্জুর

admin
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ণ
সাবেক মন্ত্রী এম এ মান্নানের জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক: সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ রোরবার তাঁর পক্ষে সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। শুনানি শেষে বিচারক নির্জন কুমার মিত্র জামিনের আবেদন নামঞ্জুর করেন।

এম এ মান্নান বর্তমানে সিলেট কারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সুনামগঞ্জ জেলা কারাগারে থাকা অবস্থায় গতকাল শনিবার সকালে তিনি অসুস্থবোধ করলে তাঁকে প্রথমে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে সিলেট কারা হাসাপাতালে নেওয়া হয়।

এম এ মান্নানের আইনজীবী শফিকুল ইসলাম বলেন, ‘এম এ মান্নান বয়ষ্ক মানুষ। আমরা তাঁর শারীরিক ও মানসিক অসুস্থতা বিবেচনায় জামিনের আবেদন করেছিলাম। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছেন। এর আগে ২৩ সেপ্টেম্বর আরেকবার জামিনের আবেদন করা হয়েছিল।’

Sharing is caring!