এনবি ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাবেক এমপি এ.এন.এম ইউছুফের ১৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
গত ২২ অক্টোবর মঙ্গলবারে কর্মসূচির মধ্যে ছিলো- কোরআনে খতম, কবরে পুষ্পস্তবক অর্পণ, বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চক্ষু চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ, আইনি পরামর্শ, আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিল।
ইউসুফ-গণি আদর্শ কলেজের অধ্যক্ষ এ.এন.এম আলমের সভাপতিত্বে ও অধ্যক্ষ শাহ আলম সরকার,মরহুমের নাতি অ্যাডভোকেট আসিফ আদনানের ও ব্যারিষ্টার জাবেদ পুলকের সঞ্চালনায় স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মরহুমের পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা।
তিনি বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। তেমনিভাবে তার পিতা মরহুম এ.এন.এম ইউসুফ জীবদ্দশায় রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সাথে সম্পৃক্ত ছিলেন বলে সর্বমহলে এখনও স্মরণীয় হয়ে রয়েছেন। তিনি তার পিতার এসব সামাজিক কর্মকাণ্ড চলমান রাখার স্বার্থে মরহুমের পরিবার সবসময় পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
আলোচনায় অংশ গ্রহণ করেন ব্যারিস্টার আজমল জিহাদ, লেখক অনুবাদক ও রাজনৈতিক বিশ্লেষক জসিম উদ্দিন আজম,কুলাউড়া বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, বিএনপি নেতা মো. আকদ্দছ আলী, বদরুল হোসেন খান, ডা. কেরামত আলী, লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আতাউর রহমান, কুলাউড়া কলেজের সাবেক অধ্যক্ষ একেএম শাহজালাল,অধ্যাপক মো. মোতাহের হোসেন, সাবিনা ইয়াসমিন, শাহানারা রুবি প্রমুখ।
বক্তাগণ মরহুমকে শিক্ষা ও সমাজসেবায কিংবদন্তি আখ্যায়িত করে বলেন, তাঁর প্রতিষ্ঠিত কুলাউড়া কলেজ, লংলা আধুনিক কলেজ, ফুলতলা সাগরনাল শাহ নিমাত্রা কলেজ, ইউসুফ-গণী আদর্শ কলেজ, শ্রীপুর-সিংগুড়- শাহজালাল উচ্চ বিদ্যালয় সমূহ, ইউসুফ-গণী শিশু সদন ও জুনিয়র স্কুল, সাগরনাল কলাবাড়ী জামে মসজিদ, রসুলপুর (ঢুলিপাড়া) জামে মসজিদ, নবীনগর ঈদগাহ্সহ অন্যান্য প্রতিষ্ঠান সগৌরবে মরহুমের স্মৃতিকে জাগিয়ে রেখেছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকাসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুলাউড়া উপজেলার অসংখ্য শিক্ষা, ধর্মীয়, সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা, পৃষ্ঠপোষক ও উপদেষ্টা অ্যাডভোকেট এ.এন.এম ইউসুফ ৯১ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ২০০৯ সালে ঢাকায় ইন্তেকাল করেন।
Adv Abed Raja এডভোকেট এ.এন.এম আবেদ রাজা
Sharing is caring!