৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

পতিত স্বৈরাচার সকল সেক্টর শেষ করে দিয়েছে-শাহজাহান চৌধুরী

admin
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৪, ০৭:১৫ অপরাহ্ণ
পতিত স্বৈরাচার সকল সেক্টর শেষ করে দিয়েছে-শাহজাহান চৌধুরী

এনবি ডেস্কঃ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, ‘পতিত স্বৈরাচার অর্থনীতি, ব্যাংক শেয়ার বাজারসহ সকল সেক্টর শেষ করে দিয়েছে। আওয়ামী লীগের দীর্ঘ দুঃশাসনে দেশের ১৮ কোটি মানুষকে অতিষ্ঠ করে তুলেছিলো। ছাত্র জনতার তীব্র আন্দোলনে বিতাড়িত হয়েছে। বাংলাদেশের জমিন থেকে আওয়ামী ফ্যাসিস্টদের রাজনীতি চিরতরে শেষ হয়ে গেল।’

আজ বুধবার  চট্টগ্রাম নগরের ২৮ নম্বর পাঠানটুলীতে জামায়াতে ইসলামী আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জীবনের সর্বক্ষেত্রে রাসুল (সা.) কে অনুসরণ করার আহ্বান জানিয়ে সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, ‘কেবল মসজিদ মাদ্রাসা হজ ওমরায় রাসুলকে মানলেন; কিন্তু পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতিতে মানলেন না তবে আপনি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারলেন না।’

ওয়ার্ড আমীর কবির আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি ডা. কফিল উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ ড. মুহাম্মদ মাহমুদুল হাসান। বিশেষ বক্তা ছিলেন মুহাম্মদ মোহছেন আল হোসাইনী। বিশেষ অতিথি ছিলেন ডবলমুরিং থানা জামায়াত আমীর মুহাম্মদ ফারুক আজম, সদরঘাট থানার ভারপ্রাপ্ত আমীর ডা. আবদুল মতিন তালুকদার ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম।

Sharing is caring!