৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

রাজনীতিবিদদের পরিবর্তনের মধ্য দিয়ে দেশ পরিবর্তন হবে -সেলিম উদ্দিন 

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০২:৩১ অপরাহ্ণ
রাজনীতিবিদদের পরিবর্তনের মধ্য দিয়ে দেশ পরিবর্তন হবে -সেলিম উদ্দিন 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর এর আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, কোন চক্রান্তকারীদের ফাঁদে বর্তমান সরকার ও জনগণকে পা দেয়া যাবেনা। দেশকে রক্ষা করতে হলে দুর্নীতিবাজ, চাঁদাবাজদের দ্বারে কাছেও যাওয়া যাবেনা।

পরিক্ষিত, সাহসী, নির্যাতিত এরকম একটি শক্তিকে আগামীতে ক্ষমতার জন্য বেছে নিতে হবে। যারা দেশে সামাজিক প্রতিষ্ঠান করেছে, হাসপাতাল করেছে, স্কুল করেছে, ব্যাংকার তৈরি করেছে, ভাল রাজনীতিবিদ তৈরি করেছে এবং তারা ইতিপূর্বে প্রমাণ করেছে দূর্নীতি ছাড়া দেশ চালাতে পারে।
তিনি রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Sharing is caring!