১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

যেকোনো শর্তে দেশের মানুষকে নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে হবে-ড. মো. জিয়াউদ্দীন

admin
প্রকাশিত মার্চ ২, ২০২৫, ০৬:১৪ অপরাহ্ণ
যেকোনো শর্তে দেশের মানুষকে নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে হবে-ড. মো. জিয়াউদ্দীন

এনবি ডেস্কঃ যেকোনো শর্তে, যেকোনো অবস্থাতেই দেশের মানুষকে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

রোববার ২ মার্চ সকালে জাতীয় ভোটার দিবস উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে ৭ম বারের মত জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে নগরীর সার্কিট হাউস এলাকা থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন র‌্যালির নেতৃত্ব দেন। এরআগে বেলুন উড়িয়ে তিনি এ দিবসের উদ্বোধন করেন। র‌্যালিতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিসহ অসংখ্য মানুষ অংশ গ্রহণ করেন।

বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, এ দিবসের মূল উদ্দেশ্য হলো নাগরিকদের সচেতন ও ভোট দানে আগ্রহী করে তোলা। নিরপেক্ষ নির্বাচন দেয়ার যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেটা নিজ নিজ জায়গা থেকে পূরণ করতে হবে।

তিনি আরো বলেন, ভোট দেয়ার প্রচলন আমাদের দেশে অনেক প্রাচীন। যখন ভারতবর্ষ ছিল তখন থেকেই ভোট দিয়ে রাজা নির্বাচন করার প্রক্রিয়া চলমান রয়েছে। রাজা গোপালকে ভোট দিয়ে এদেশের জনগণ রাজা নির্বাচন করেছিল এবং পাল বংশ প্রায় ৪’শ বছর এ জনপদ শাসন করেছিল। গণতন্ত্র প্রক্রিয়ায় ভোট দিয়ে রাজা নির্বাচন করা আমাদের দেশে অনেক পুরোনো সিস্টেম। এ প্রক্রিয়াকে আমাদের পুনরুদ্ধার করতে হবে।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক ফরিদা খানম, পুলিশের অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে আঞ্চলিক ও জেলা নির্বাচন কার্যালয় এবং থানা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দিনব্যাপী এনআইডি সেবা প্রদান করা হয়েছে।

Sharing is caring!