৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

দক্ষিণ খোজার খলা যুব সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

admin
প্রকাশিত মার্চ ১৪, ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ণ
দক্ষিণ খোজার খলা যুব সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
আছিয়াসহ সকল ধর্ষণের বিচার দ্রুত করতে হবে
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ২৫নং ওয়ার্ডস্থিত দক্ষিন খোজার খলা এলাকার যুব সমাজের উদ্যোগে শুক্রবার ১৪ মার্চ বাদ জুমা আছিয়া খাতুনসহ সকল নারী ও শিশু ধর্ষণের বিচার দ্রুততম সময়ের মধ্যে করার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
দক্ষিণ খোজার খলা জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বঙ্গবীর রোড প্রদক্ষিণ করে কাজিরবাজার ব্রীজস্থ খোজার খলা স্কয়ারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন, জাতীয় ইংরেজি পত্রিকা ডেইলি ইংলিশ টাইমস এর সম্পাদক সালেহ আহমদ হোসাইন, খোজার খলা আদর্শ সমাজ কল্যাণ সংঘ এর উপদেষ্টা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক লাহিন আহমদ রুহেল, সমাজকর্মী মেহরাব হোসেন মামনুন, মিজানুর রহমান, রেজওয়ান আহমদ রিজু, ব্যাবসায়ী ইসমাইল হোসেন, ইফতি আহমদ, মোহাম্মদ আল সামী, রায়হান আহমদ, মোহাম্মদ আব্দুল্লাহ, জুয়েল আহমদ, মাহেদুল হাসান ছামা প্রমুখ।
বক্তারা বলেন, শিশু আছিয়া মৃত্যু বরণ করে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে যে, আমরা বাংলাদেশকে শিশুর জন্যও অনিরাপদ করে তুলেছি। শিশুর বাসযোগ্য দেশ গড়তে আমরা ব্যর্থ হয়েছি |
ফ্যাসিস্ট আমলের ১৬ বছর যেভাবে দেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে ওঠেছে তা থেকে আমরা এখনও বের হতে পারিনি।
দেশে বিচার ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন, ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আইনকে কঠোর করতে হবে, অন্যান্য দেশের মতো ধর্ষণের  শাস্তি সর্বোচ্চ বিচার ফাঁসি নিশ্চিত ও দ্রুততম সময়ের মধ্যে করতে হবে।
ধর্ষণের বিচার দীর্ঘ সূত্রিতার কারণে ধর্ষকরা আইনের ফাঁক-ফোকর দিয়ে বের হয়ে যাচ্ছে। যার ফলে অপরাধীরা আবার অপরাধ করার সাহস পাচ্ছে।
উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও দোয়া পরিচালনা করেন, দক্ষিন খোজার খলা জামে মসজিদ এর ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামি বক্তা হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম চৌধুরী। বিজ্ঞপ্তি।

Sharing is caring!