২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আইএফআইসি ব্যাংকের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

admin
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৫, ১২:২২ অপরাহ্ণ
আইএফআইসি ব্যাংকের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 
এনবি ডেস্ক: আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘ইকোসলভ’ রচনা প্রতিযোগিতার পুরস্কার ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান।
সারা দেশ থেকে ৩,০০০-এরও অধিক অংশগ্রহণকারীর মধ্য হতে তিনটি বিভাগে ১২ জন শিক্ষার্থীরা রচনা লেখা প্রতিযোগিতায় চূড়ান্তভাবে নির্বাচিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন।
সম্মানিত পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কাজী মো. মাহবুব কাশেম, মো. গোলাম মোস্তফা এবং ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা।
বিচারকমণ্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াটারএইড-এর রিজিওনাল হেড খাইরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া, ব্র্যাক বিজনেস স্কুলের অধ্যাপক ড সৈয়দ মাহবুবুর রহমান, নটরডেম কলেজের সহকারী অধ্যাপক বিপ্লব কুমার দেব।
এছাড়াও ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Sharing is caring!