৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ইসলামি ব্যাংক হজ্ব যাত্রিদের ব্যাংকিং সেবা ও উপহার প্রদানের জন্য বিশেষ বুথ চালু করেছে

admin
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ণ
ইসলামি ব্যাংক হজ্ব যাত্রিদের ব্যাংকিং সেবা ও উপহার প্রদানের জন্য বিশেষ বুথ চালু করেছে

এনবি ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ হজযাত্রীদের ব্যাংকিং সেবা, প্রয়োজনীয় তথ্য ও উপহার সামগ্রী প্রদানের জন্য ঢাকার আশকোনাস্থ হজ ক্যাম্পে বিশেষ বুথ চালু করেছে।

২৮ এপ্রিল সোমবার ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এ বুথের উদ্বোধন করেন।
এসময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মাহবুব মোরশেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো মজনুজ্জামান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলামসহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইসলামী ব্যাংক প্রতিবছর আশকোনাস্থ হজ ক্যাম্পে বুথ স্থাপনের মাধ্যমে হজযাত্রীদেরকে ব্যাংকিং সেবা, তথ্য ও হজে ব্যবহার উপযোগী উপহার সামগ্রী দিয়ে আসছে।
এ বছর হজযাত্রীদের নগদ টাকা বহনের ঝুঁকি ও ঝামেলা এড়াতে ইসলামী ব্যাংক চালু করেছে হজ প্রিপেইড কার্ড। এ কার্ডে সবোর্চ্চ ১২০০ ডলার বা ১ লক্ষ ৫০ হাজার সৌদি রিয়াল লোড করা যাবে। হজযাত্রীরা সৌদি আরবের যেকোনো এটিএম থেকে এ কার্ড ব্যবহার করে সৌদি রিয়াল উত্তোলন ও কেনাকাটা করতে পারবেন। এ কার্ড হজ বুথ ছাড়াও ইসলামী ব্যাংকের যেকোনো শাখা-উপশাখা থেকে সংগ্রহ করা যাচ্ছে।
এ বুথে বাংলাদেশি টাকার বিনিময়ে সৌদি রিয়াল নগদ সরবরাহ এবং ডেবিট ও খিদমাহ কার্ডে ডলার এন্ডোর্স করে দেওয়া হচ্ছে। হজযাত্রীরা এখানে এটিএম বুথ থেকে নগদ উত্তোলনের সুবিধাও পাচ্ছেন।
দিন-রাত ২৪ ঘন্টা ব্যাংকিং সেবা ছাড়াও ব্যাংকের পক্ষ থেকে উপহার হিসেবে হজ পালনের নিয়মাবলী ও প্রক্রিয়া সম্পর্কে সচেতন করতে বিভিন্ন তথ্য সম্বলিত লিফলেট ও হজ গাইডলাইন প্রদান করা হচ্ছে।

Sharing is caring!