২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটের জাফলংয়ে অবৈধভাবে বালুবোঝাই নৌকা ও ড্রেজার মেশিন ধ্বংস

admin
প্রকাশিত জুলাই ৩১, ২০২৫, ০২:২২ অপরাহ্ণ
সিলেটের জাফলংয়ে অবৈধভাবে বালুবোঝাই নৌকা ও ড্রেজার মেশিন ধ্বংস
এনবি ডেস্ক: সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স।

এ সময় পিয়াইন নদীর জিরোপয়েন্ট, বল্লাঘাট ও নয়াবস্তি এলাকায় বালু বোঝাই ৩৫টি নৌকা ডুবানো, ২০টি নৌকা ধ্বংস এবং পাঁচটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কবীর হোসেন, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, থানার এসআই ওবায়দুল্লাহসহ পুলিশ ও বিজিবি সদস্যরা অংশ নেন।

অভিযান শেষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এধরনের  অভিযান অব্যাহত থাকবে।

Sharing is caring!