এনবি ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর রংপুর ও বগুড়া জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন ২ আগস্ট শনিবার ব্যাংকের রংপুর জোনাল অফিস কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক কে. এম. মুনিরুল আলম আল-মামুন।
রংপুর জোন প্রধান মো. মতিয়ুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া জোন প্রধান শিকদার মো. শিহাবুদ্দীন।
সম্মেলনে জোনদ্বয়ের অধীন শাখাসমূহের প্রধান ও প্রধান কার্যালয়ের নির্বাহী ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
Sharing is caring!