২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর সমাধিতে দুই এমপির শ্রদ্ধা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে দুই এমপির শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পৃথকভাবে শ্রদ্ধা জানিয়েছেন নেত্রকোনা -১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী ও ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। এই দুই সংসদ সদস্য গতকাল সোমবার টুঙ্গিপাড়ায় এসে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন। পবিত্র ফাতেহাপাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগস্টের শহিদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সাফল্য এবং দীর্ঘায়ূ কামনা করেন তারা। টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী মো. ফয়সাল আহমেদসহ নেত্রকোনা -১ ও ময়মনসিংহ-১০ নির্বাচনী এলাকার নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন দুই এমপি। জাতীয় ও আগরতলা প্রেসক্লাব কর্মকর্তাদের শ্রদ্ধা: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব ও আগরতলা (ভারত) প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। বাংলাদেশ ও ভারতের ওই দুই প্রেসক্লাবের নেতৃবৃন্দ গত রোববার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান এই নেতার স্মৃতির প্রতি বিনম্র সম্মান প্রদর্শন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ প্রার্থনাও করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, যুগ্ম সম্পাদক আইয়ুব ভুঁইয়া, আগারতলা (ভারত) প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রমাকান্তদেসহ দুই প্রেসক্লাবের ১৭ জন সদস্য এ সময় সেখানে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শক বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে টুঙ্গিপাড়ায় জাতির পিতার পৈতৃক ভিটা, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থান ও সমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন। কমপ্লেক্সের সহকারী কিউরেটর নুরুল ইসলাম এ সময় তাদের সঙ্গে ছিলেন।

Sharing is caring!