১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শেখ রাসেলের জন্মদিনে মেট্রোরেলে চড়বে পথশিশুরা

admin
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৩, ০৭:১৪ পূর্বাহ্ণ
শেখ রাসেলের জন্মদিনে মেট্রোরেলে চড়বে পথশিশুরা

স্টাফ রিপোর্টার:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনে পথশিশুদের ভ্রমণের ব্যবস্থা করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এছাড়া, প্রতিষ্ঠানটি শেখ রাসেল দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম, এ, এন ছিদ্দিক স্বাক্ষরিত এক সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা যায়। গত ১২ অক্টোবর এই সভা অনুষ্ঠিত হয়।

কার্যবিবরণীতে বলা হয়, শেখ রাসেল দিবস উদ্‌যাপন উপলক্ষে আগামী ১৮ অক্টোবর সকাল ১০টায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থার এতিম/পথশিশুদের আগারগাঁও থেকে উত্তরা, উত্তর মেট্রোরেল স্টেশন এবং বিপরীতক্রমে মেট্রোরেল ভ্রমণের ব্যবস্থা করা হবে।

Sharing is caring!