১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

প্রিমিয়ার লিগে মাশরাফির ৫ উইকেট

admin
প্রকাশিত মার্চ ২৪, ২০২৪, ০৬:১১ অপরাহ্ণ
প্রিমিয়ার লিগে মাশরাফির ৫ উইকেট

স্পোর্টস ডেস্ক :
ধীর গতিতে কয়েক কদম দৌড়ে জেন্টল মিডিয়াম পেস। তাতেই সফল মাশরাফি বিন মুর্তজা। আউটসুইং করালেন আগের মতোই। সঙ্গে প্রায় নিখুঁত লাইন-লেংথ। তাতে কুপোকাত গাজী গ্রুপ ক্রিকেটার্সের একের পর এক ব্যাটসম্যান। ঢাকা লিগে প্রথম ম্যাচ খেলতে নেমেই ৫ উইকেট নিলেন অভিজ্ঞ পেসার। সবশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে প্রথম পাঁচ ম্যাচ খেলার পর টুর্নামেন্ট থেকে বিরতি নেন মাশরাফি। পরে ঢাকা প্রিমিয়ার লিগেও লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি ৪০ বছর বয়সী ক্রিকেটার। বিকেএসপির ৩ নম্বর মাঠে বৃহস্পতিবার চতুর্থ রাউন্ডে নেমে টানা ৮ ওভারের স্পেলে ১৯ রানে ৫ উইকেট শিকার করেন মাশরাফি। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার অষ্টম ৫ উইকেট এটি। বাংলাদেশের বোলারদের মধ্যে মাশরাফির চেয়ে বেশি ৫ উইকেট আছে কেবল আব্দুর রাজ্জাকের (৯টি)। দলের পঞ্চম বোলার হিসেবে একাদশ ওভারে আক্রমণে আসেন মাশরাফি। ততক্ষণে দ্বিতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়েন প্রিতম কুমার ও আনিসুল ইসলাম। পঞ্চম বলে জুটি ভাঙেন মাশরাফি। অফ স্টাম্পের ওপর পিচ করে হালকা থেমে আসা ডেলিভারিতে ফিরতি ক্যাচ দেন প্রিতম। নিজের চতুর্থ ওভারে মাশরাফি নেন ২ উইকেট। হালকা বেরিয়ে যাওয়া ডেলিভারিতে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন সাব্বির হোসেন শিকদার। তিন বারের চেষ্টায় ক্যাচ নেন কিপার ইমরানউজ্জামান। এক বল পর লেগ স্টাম্পের বাইরের ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন ফয়সাল আহমেদ। মাশরাফির পরের ওভারে উড়িয়ে মারার চেষ্টায় ডিপ কভারে ধরা পড়েন মইন খান। পরে শর্ট বলে পুল করে মিড উইকেটে ক্যাচ দেন মাহফুজুর রহমান রাব্বি। পূর্ণ হয় তার ৫ উইকেট। এরপর আরও এক ওভারে করেন মাশরাফি। তবে সাফল্য পাননি এতে। টানা ৮ ওভার করার পর বোলিং থেকে সরানো হয় তাকে। পরে আর ফেরেননি আক্রমণে। মাশরাফির এমন বোলিংয়ের দিন বেশি দূর যেতে পারেনি গাজী গ্রুপ। টানা তিন জয়ে এই ম্যাচ খেলতে আসা দল ইনিংসের ৮৭ বল বাকি থাকতে গুটিয়ে গেছে ১৩৬ রানে। আব্দুল হালিম নেন ২ উইকেট। গাজী গ্রুপের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন আনিসুল।

Sharing is caring!