১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিচারপতি এম আর হাসানের মায়ের ইন্তেকাল

admin
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৩, ০৭:৪৩ পূর্বাহ্ণ
বিচারপতি এম আর হাসানের মায়ের ইন্তেকাল

ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসানের (এম আর হাসান) মা হোসনে আরা বেগম (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তিনি ছেলে বিচারপতি এম আর হাসান, মেয়ে রোকসানা বেগম ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিচারপতি এম আর হাসান নিজের পরিবারের পক্ষ থেকে মায়ের বিদেহী আত্মার মাগফেরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে মরহুমার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার (১ ডিসেম্বর) দ্বিতীয় জানাজা শেষে নোয়াখালীর চাটখিল উপজেলার তালতলা বাজার এলাকায় গ্রামের বাড়িতে দাফন করা হবে তাকে।

Sharing is caring!