১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বাংলাদেশকে ভোগানো কামিন্দু আইসিসির মাসসেরা

admin
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ণ
বাংলাদেশকে ভোগানো কামিন্দু আইসিসির মাসসেরা

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেন কামিন্দু মেন্ডিস। টেস্ট সিরিজে বাংলাদেশকে বেশ ভুগিয়েছেন তিনি। এর ফলও পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও আয়ারল্যান্ডের মার্ক অ্যাডাইরকে পেছনে ফেলে মাসসেরা ক্রিকেটার হয়েছেন কামিন্দু। আইসিসি তাদের মার্চ মাসের সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে। তাতে নাম আসে কামিন্দুর। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি ৩ ম্যাচে খুব বেশি কিছু করতে পারেননি। তিন ম্যাচে যথাক্রমে করেন ১৯, ৩৭ ও ১২। তবে টেস্টেই বদলে দেন নিজেকে। সবচেয়ে বড় অবদান রেখেছেন দলের সিরিজ জেতায়। সিলেটে প্রথম টেস্টে শ্রীলঙ্কা ৫৭ রানে ৫ উইকেট হারানোর পর নেমেছিলেন। নেমে করেন ১০২ রান। ব্যবধান গড়ে তুলেন ধনঞ্জয়া ডি সিলভার জুটিতে। দ্বিতীয় ইনিংসেও কামিন্দু করেন সেঞ্চুরি। এবার করেন ১৬৪ রান যা ক্যারিয়ার সেরা। কামিন্দুকে আলো ছড়াতে দেখা যায় ৩০ মার্চ শুরু হওয়া দ্বিতীয় টেস্টেও। প্রথম ইনিংসে তিনি করেন ৯২ রান। দুই টেস্টে তার ব্যাট থেকে আসে ৩৬৭ রান। এই পারফরম্যান্সই স্পষ্টই ছাপিয়ে যায় বাকিদের।

Sharing is caring!