১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ওমানে আবহাওয়াজনিত দুর্ঘটনায় ১২ জন নিহত

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৪, ১১:০০ পূর্বাহ্ণ
ওমানে আবহাওয়াজনিত দুর্ঘটনায় ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
ওমানে আবহাওয়াজনিত দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছে। রোববার দেশটির নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার। ওমানের জরুরী ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কমিটির অনুসন্ধান ও উদ্ধার সেক্টরের বরাত দিয়ে বলা হয়, স্রােতের তোড়ে যানবাহন ভেসে যাওয়ায় তাদের মৃত্যু ঘটে। খবরে বলা হয়, নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্ক দুইজন এবং নয়জন শিক্ষার্থী এবং একজন বিদেশী নাগরিক রয়েছে। খবরে আরো বলা হয়, দেশটির উত্তর আ’শরকিয়াহ অঞ্চলে এ দুর্যোগে নিখোঁজ পাঁচ নাগরিককে খুঁজে বের করার জন্য অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে।

Sharing is caring!