১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরাইলি ইউনিটের ওপর নিষেধাজ্ঞার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

admin
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৪, ১০:২২ পূর্বাহ্ণ
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরাইলি ইউনিটের ওপর নিষেধাজ্ঞার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরাইলের এক সামরিক ইউনিটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়েছে। এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী ওয়াশিংটনের এমন পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্র বিভাগ পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ইসরাইলের একটি ইউনিটকে সামরিক সহায়তা বন্ধের সুপারিশ করেছে- এমন প্রতিবেদনের ব্যাপারে ইতালিতে জানতে চাইলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ ধরনের পদক্ষেপের ইঙ্গিত দেন। ইসরাইলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গ্রুপ হামাসের চালানো ৭ অক্টোবরের নজিরবিহীন হামলার আগে মানবাধিকার লঙ্ঘনের এসব অভিযোগ আসে। বিস্তারিত কিছু উল্লেখ না করে ব্লিঙ্কেন বলেন, তার বিভাগ মানবাধিকার লঙ্ঘন করা বিদেশি নিরাপত্তা বিভিন্ন ইউনিটকে সামরিক সহায়তা পাঠানো নিষিদ্ধ করা আইনের আওতায় তদন্ত করছে। তারপর তিনি আরো বলেন, ‘আমি মনে করি, এটা বলা ন্যায় সঙ্গত যে- আপনারা খুব শিগগিরই এর ফলাফল দেখতে পাবেন।’ ২০২২ সালের শেষের দিকে মার্কিন পররাষ্ট্র বিভাগ ইসরাইলে থাকা তাদের দূতাবাসের কর্মীদের পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীর নেটজাচ ইহুদা ব্যাটালিয়নের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের নির্দেশ দেয়।

Sharing is caring!