১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এবি ব্যাংক এর সাথে জিডি এসিস্ট লি. -এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

admin
প্রকাশিত মে ১৫, ২০২৪, ০৩:৩২ অপরাহ্ণ
এবি ব্যাংক এর সাথে জিডি এসিস্ট লি. -এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত
এনবি ডেস্ক: এবি ব্যাংক পিএলসি. এবং জিডি এসিস্ট লি. -এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় এবি ব্যাংকের স্কুটি গ্রাহকগণ গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাধ্যমে স্কুটি বীমা ও জীবন বীমা সুবিধা উপভোগ করবেন।
এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান এবং জিডি এসিস্ট লি. এর ব্যবস্থাপনা পরিচালক  সৈয়দ মইনুদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন এবি ব্যাংকের এসইভিপি, হেড অব কর্পোরেট এবং এসএমই বিভাগ ইফতেখার এনাম আউয়াল, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর হেড অব অব ডিজিটাল বিজনেস মনিরুজ্জামান খানসহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

Sharing is caring!