১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

লিভারপুলের পরবর্তী কোচ স্লট!

admin
প্রকাশিত মে ১৮, ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ণ
লিভারপুলের পরবর্তী কোচ স্লট!

স্পোর্টস ডেস্ক:
আগামী মৌসুমে লিভারপুলের পরবর্তী কোচ হিসেবে জার্গেন ক্লপের জায়গায় নিয়োগ পাবার বিষয়টি নিশ্চিত করেছেন ফেইনুর্ড কোচ আর্নে স্লট।স্থানীয় গণমাধ্যমে এ সম্পর্কে স্লট বলেন, ‘এখনো এ ব্যপারে আনুষ্ঠানিক কোন ঘোষনা আসেনি। কিন্তু আমি তোমাদের নিশ্চিত করতে চাই লিভারপুলের পরবর্তী কোচ হচ্ছি আমিই।’বিবিসি গত মাসে জানিয়েছিল ক্লপের স্থানে স্লটের সাথে ৯.৪ মিলিয়ন পাউন্ডে লিভারপুল চুক্তি করতে যাচ্ছে।ডাচ লিগের শেষ ম্যাচের আগে স্লট এ সম্পর্কে বলেছেন, ‘আমি এখান থেকে বিদায় নিচ্ছি, এই বিষয়টি নিশ্চিত।’এরপর স্লটের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে ফেইনুর্ডও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘আর্নে স্লট যুগ শেষ হতে চলেছে। শেষ মুহূর্তটা উপভোগ করা যাক।’এজেড আলকামারের সাথে প্রথম কোচিং দায়িত্বটা দারুনভাবে উপভোগের পর ২০২১ সালে ফেইনুর্ডে যোগ দেন স্লট। প্রথম মৌসুমের শেষে ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে তার অধীনে ডাচ জায়ান্টরা খেলেছিল। ঐ ম্যাচে হোসে মরিনহোর রোমার কাছে ১-০ গোলে পরাজিত হয় ফেইনুর্ড। এরপর গত বছর ২৪ বছর পর ফেইনুর্ডকে দ্বিতীয় লিগ শিরোপা উপহার দেন। এরপরই তার সাথে তিন বছরের জন্য চুক্তি নবায়ন করে ফেইনুর্ড। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে শেষ ম্যাচে পর ডি কুইপ স্টেডিয়ামে স্লটের জন্য ফেয়ারওয়েল পার্টির ব্যবস্থা করা হবে।এবারের মৌসুমটা ফেইনুর্ডের দারুন কেটেছে। ডাচ কাপ জয়ের পর লিগে তারা দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করতে যাচ্ছে। মৌসুম শেষ হতে আর মাত্র এক বাকি রয়েছে। পিএসভি আইন্দোভেন সাত পয়েন্টে এগিয়ে থেকে লিগ শিরোপা নিশ্চিত করেছে।স্লটের অধীনে ফেইনুড সমর্থকরা আক্রমনাত্মক ফুটবলের আমেজ পেয়েছে। ক্লপ নিজেও স্লটের প্রশংসা করে গত মাসে বলেছেন, ‘আমি তার কোচিংয়ের কৌশল পছন্দ করেছি। এটা বিশে^র সেরা একটি ক্লাবের সেরা চাকরি। অসাধারণ পদ, অসাধারন দল, দুর্দান্ত মানুষ, সব মিলিয়ে এই চাকরিটা বেশ আকর্ষণীয়।’স্লটের আক্রমনাত্মক মানসিকতার প্রশংনা করেছেন লিভারপুলের অধিনায়ক ও সতীর্থ ডাচম্যান ভার্জিল ফন ডাইক। এ সময় তিনি বলেন, আমি মনে করি যে ধরনের আদর্শ তার মধ্যে রয়েছে তাতে সে লিভারপুলের কোচ হবার যোগ্য।এর আগে গত জানুয়ারিতে মৌসুম শেষে ক্লপের লিভারপুল ছাড়ার সিদ্ধান্তের খবর জানায় ক্লাবটি।ক্লপের বিদায় ঘোষণার পর লিভারপুলের কোচ হওয়ার সম্ভাব্য তালিকায় ছিলেন বায়ার লেভারকুসেন কোচ জাভি আলোনসো। পরে আলোনসো অবশ্য লেভারকুসেনে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর ব্রাইটন কোচ ডি জারবি এবং স্পোর্টিং লিসবনের কোচ রুবেন আমোরিমের নামও শোনা গিয়েছিল জোরের সঙ্গে। তবে সবাইকে ছাপিয়ে শেষ পর্যন্ত স্লটই নির্বাচিত হতে যাচ্ছেন লিভারপুলের পরবর্তী কোচ।

 

Sharing is caring!