১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পাসপোর্ট গ্রহিতাদের আন্তরিক ভাবে সেবা প্রদান করতে হবে -নাসরিন জাহান

admin
প্রকাশিত মে ২৬, ২০২৪, ১১:৫১ অপরাহ্ণ
পাসপোর্ট গ্রহিতাদের আন্তরিক ভাবে সেবা প্রদান করতে হবে -নাসরিন জাহান

সিলেট প্রতিনিধি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব নাসরিন জাহান বলেছেন, জনগণের ট্যাক্সের টাকায় আমাদের সংসার চলে। ওই টাকায় আমরা আমাদের মা-বাবা ও সন্তানদের ভরণপোষণ করি। সংবিধানে বলা আছে আমরা জনগণের সেবক। মনে রাখতে হবে এখানে এ অঞ্চলের যারা পাসপোর্ট করতে আসেন, তাদের বৃহৎ অংশ প্রবাসী। সারা বিশ্বে কাজ করে তারা যে অর্থ পাঠান, তা দিয়ে আমাদের অর্থনীতি সচল থাকে, দেশ চলে। তাই তাদের গুরুত্ব দিয়ে সহজে তাদের পাসপোর্ট ডেলিভারি দিতে কাজও করে যাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা। পাসপোর্ট গ্রহিতাদের আন্তরিক ভাবে সেবা প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
রোববার সকাল ১০টায় সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ পরিচালক মহের উদ্দিন সেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানি অনুষ্ঠানে সেবা গ্রহিতা ও পাসপোর্ট ও ভিসা অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

Sharing is caring!