১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করেছে সাউথইস্ট ব্যাংক

admin
প্রকাশিত মে ৩০, ২০২৪, ০৬:২২ অপরাহ্ণ
কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করেছে সাউথইস্ট ব্যাংক

বিজনেস ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. বিশেষ সিএসআর ফান্ডের আওতায় বিভিন্ন ক্ষেত্রে চাষাবাদ ও এই সম্পর্কিত যন্ত্রপাতি ক্রয় করতে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করেছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেনের উপস্থিতিতে বেসরকারী উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডাক) পরিচালক ইমরুল হাসান এর নিকট এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সাউথইস্ট ব্যাংক পিএলসি. দেশের প্রান্তিক পর্যায় থেকে আগত কৃষকদের বেসরকারী উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডাক) মাধ্যমে এই আর্থিক সহায়তা প্রদান করে ।
এই সময় সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুম উদ্দীন খান এবং আবিদুর রহমান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Sharing is caring!