১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

মূল্যস্ফীতি কমানোর চেষ্টা চলছে-পরিকল্পনামন্ত্রী

admin
প্রকাশিত জুন ২২, ২০২৪, ০৩:৫৫ অপরাহ্ণ
মূল্যস্ফীতি কমানোর চেষ্টা চলছে-পরিকল্পনামন্ত্রী

এনবি ডেস্ক:  দুর্নীতিবাজদের কোনো অবস্থাতেই সরকার ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম এমপি।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনারা বিশ্বাস করুন, বর্তমান সরকার দুর্নীতিবাজদের কোনো অবস্থাতেই ছাড় দেবে না। মূল্যস্ফীতি কমানোর চেষ্টা চলছে। আশা করি, কিছুদিনের মধ্যেই জনগণ এর সুবিধা পাবে।’

গত শুক্রবার রাতে নান্দাইলের রসুলপুরের নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় নিজের নির্বাচনী এলাকাকে পরিকল্পনামতো ঢেলে সাজাতে চান বলেও জানান তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, তিনি ২৮ বছর ধরে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। এই দীর্ঘ সময়ে জাতীয় ও স্থানীয় মিলিয়ে ৫০টির মতো নির্বাচন হয়েছে। কোনো নির্বাচনেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাঁকে দোষারোপ করতে পারেনি। কিন্তু সদ্য সমাপ্ত নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন না পেয়ে আওয়ামী লীগেরই এক নেতা নির্বাচনে প্রার্থী হয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। অপবাদ দিয়ে অপদস্থ করার চেষ্টা করেছেন।

আব্দুস সালাম বলেন, নান্দাইলের যে কোনো ব্যক্তি, সে যে দলই করুক– সকলেই আমারই লোক। তারা আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন বলেই নেত্রী আমাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে সমন্বয় করার জন্য সাংবাদিকদের সহায়তা কামনা করেন তিনি।

Sharing is caring!