২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

দ্বিতীয়বার স্থানীয় সরকার মন্ত্রী হলেন তাজুল ইসলাম

admin
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৪, ০৩:৫২ অপরাহ্ণ
দ্বিতীয়বার স্থানীয় সরকার মন্ত্রী হলেন তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয়বারের মতো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দ্বাদশ জাতীয় সংসদের সদস্য মো. তাজুল ইসলাম। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশিত প্রজ্ঞাপন প্রকাশ হয়। এতে মো. তাজুল ইসলাম স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এর আগে একাদশ জাতীয় সংসদে তিনি একই পদে দায়িত্ব পালন করেন।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে টানা চারবারসহ পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মো. তাজুল ইসলাম। ১৯৯৬ থেকে শুরু করে ছয়বার এই আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে বিপুল ভোটে জয়ী হন। এর মধ্যে দুবার স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব পেলেন তিনি। এর আগে দশম জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন মো. তাজুল ইসলাম।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. তাজুল ইসলাম বলেন, ‘দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশে যেকোনো কাজ করার জন্য প্রস্তুত।

মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘জনপ্রতিনিধিদের ক্ষমতায়নের পাশাপাশি তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে, দেশের তৃণমূল পর্যন্ত আমূল পরিবর্তন করা সম্ভব।’

Sharing is caring!