১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

দেশের কোন মানুষের পেটে যাতে ক্ষুধা না থাকে, সেলক্ষ্যে আমি কাজ করে যাবো- কৃষিমন্ত্রী

admin
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৪, ০৮:১২ অপরাহ্ণ
দেশের কোন মানুষের পেটে যাতে ক্ষুধা না থাকে, সেলক্ষ্যে আমি কাজ করে যাবো- কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ শীতার্ত ও অসহায় চা-শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার উপহারের কম্বল বিতরণ করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগানে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব  কম্বল বিতরণ করেন ।
অনুষ্ঠানে আব্দুস শহীদ বলেন, দেশের কোন মানুষের পেটে যাতে ক্ষুধা না থাকে, সেলক্ষ্যে আমি কাজ করে যাবো। ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য সবাইকে একত্রে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
এসময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!