১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুরমা নারী উন্নয়ন যুব সংস্থার উদ্যোগে যুব মহিলা সমাবেশ অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ণ
দক্ষিণ সুরমা নারী উন্নয়ন যুব সংস্থার উদ্যোগে যুব মহিলা সমাবেশ অনুষ্ঠিত

এনবি ডেস্কঃ দক্ষিণ সুরমা নারী উন্নয়ন যুব সংস্থার উদ্যোগে বেকার যুব মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘যুব মহিলা সমাবেশ’  ২১ জানুয়ারি শনিবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার মোগলবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা নারী উন্নয়ন যুব সংস্থার সভাপতি তাহমিনা সুলতানার সভাপতিত্বে যুব মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট যুব সংগঠক আফিকুর রহমান আফিক।
সংস্থার সদস্য লাইলি বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুব উদ্যোক্তা ও সংগঠক মো. নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী সংস্থার উপদেষ্টা মো. ওলিউর রহমান সুফি, নারীনেত্রী পারুল বেগম, ইউপি সদস্য আমিনা বেগম, খালেদা বেগম, ফাতেমা আক্তার রেশমা, শিপা বেগম প্রমুখ।
সমাবেশে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রাসিদা আক্তার সমতা।
প্রধান অতিথির বক্তব্যে আফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী’র স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী পুরুষ সবাইকে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে এতে নিজের পাশাপাশি  সমাজ ও দেশের উন্নয়ন হবে, নারীদের কে স্বাবলম্বী করতে যুব উন্নয়ন অধিদপ্তর এর মাধ্যমে সরকার বিভিন্ন ট্রেডে কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে। সহজ শর্তে উদ্যোক্তাদের লোনের ব্যবস্থা দিচ্ছে। ১৭ কোটি মানুষের ৩৪ কোটি হাতকে কর্মের শক্তিতে পরিনত করতে হবে। বিজ্ঞপ্তি

Sharing is caring!