১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

আব্দুর রহমান বদি গ্রেফতার

admin
প্রকাশিত আগস্ট ২০, ২০২৪, ০৬:২৪ অপরাহ্ণ
আব্দুর রহমান বদি গ্রেফতার

স্টাফ রিপোর্টার :
কক্সবাজারের টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আব্দুর রহমান বদিকে গ্রেফতার করেছে র‌্যাব।র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান হোসেন বাসসকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের মেহেদীবাগ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজারের টেকনাফে হত্যাচেষ্টা মামলায় বদিকে গ্রেফতার দেখানো হয়।বদি ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় বদির বিরুদ্ধে মাদক চোরাচালানে সহযোগিতা করার অভিযোগ রয়েছে। এছাড়া তার ভাইদের বিরুদ্ধে মাদক কারবারের গডফাদার হিসেবে জড়িত থাকার প্রমান পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Sharing is caring!