১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৪, ১২:৩১ অপরাহ্ণ
বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

স্টাফ রিপোর্টার :
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি এ ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ ও বোর্ড কর্মকর্তাদের সকলকে শুভেচ্ছা জানান।
রাওয়ালপিন্ডিতে আজ দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয়ী হয়ে দুই ম্যাচ সিরিজে স্বাগতিক পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে সফরকারী বাংলাদেশ ক্রিকেট দল।
বাংলাদেশের এই জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্র প্রধান।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আগামী দিনগুলোতেও বাংলাদেশ দলের এমন সাফল্য কামনা করেন।

Sharing is caring!