২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

admin
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৪, ০৯:০১ অপরাহ্ণ

এনবি ডেস্ক:  এবি ব্যাংক পিএলসি নরসিংদীর মাধবদীর নওপাড়া সংলগ্ন জজ ভূঁইয়া গ্রুপ প্রাঙ্গণে একটি কালেকশন ও একটি এটিএম বুথের উদ্বোধন করেছে। জজ ভূঁইয়া গ্রুপের সকল কর্মকর্তা ও কর্মচারী এই এটিএম বুথের পাশাপাশি কালেকশন বুথের মাধ্যমে সকল ধরনের আধুনিক ব্যাংকিং পরিষেবা পাবেন।

এবি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক শফিকুল আলম এবং পরিচালক মো. ফজলুর রহমানের উপস্থিতিতে বুথগুলো উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারিক আফজাল এবং জজ ভূঁইয়া গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফায়জুর রহমান ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম ও জজ ভূঁইয়া গ্রুপের অ্যাডভাইজার  সিফাত আহমেদ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

Sharing is caring!