৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু

admin
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ণ
শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু

এনবি ডেস্ক: শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ বিকেলে শেরপুর জি কে পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মো.  শাকিল আহমেদ।

জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো.  মিজানুর রহমান ভূঞা।

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় শেরপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বালক ও বালিকাদের মাসব্যাপী এই সাঁতার প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।

সাঁতার  প্রশিক্ষণে বিভিন্ন প্রতিষ্ঠানের  খেলোয়াড়দের মধ্যে থেকে ৪০ জনকে চূড়ান্ত বাছাই করা হয়। প্রশিক্ষণ শেষে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের লক্ষ্যে বিভাগীয় দল গঠনের জন্য সেরা প্রতিভাবানদের বিভাগে প্রেরণ করা হবে

Sharing is caring!