২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হজ্ব ও ওমরা মেলা আয়োজনের জন্য হজ্ব এজেন্সিজ এসোশিয়শনকে আর্থিক সহায়তা প্রদান করেছে সাউথইস্ট ব্যাংক

admin
প্রকাশিত আগস্ট ১২, ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ণ
হজ্ব ও ওমরা মেলা আয়োজনের জন্য হজ্ব এজেন্সিজ এসোশিয়শনকে আর্থিক সহায়তা প্রদান করেছে সাউথইস্ট ব্যাংক

এনবি ডেস্কঃ সাউথইস্ট ব্যাংক পিএলসি. হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক আয়োজিত “হজ্জ ও ওমরাহ ফেয়ার-২০২৫” এ স্পন্সর প্রদান করেছে। তিন দিনব্যাপী এ মেলা আগামী ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত ঢাকার আগারগাঁও-এর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সম্প্রতি হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ইভিপি এবং কর্পোরেট অ্যাফেয়ার্স এবং সিএসআর বিভাগের প্রধান মো. মুশফিকুর রহমান হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি  সৈয়দ গোলাম সরওয়ার এর নিকট উক্ত স্পন্সরের চেক প্রদান করেন। অনুষ্ঠানে হাব-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Sharing is caring!