২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জুলাই বিপ্লবের তরুণদের ঐক্যে ফাটল ধরলে জাতি দুর্বল হয়ে যাবে-প্রফেসর ড. আবদুর রব

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ণ
জুলাই বিপ্লবের তরুণদের ঐক্যে ফাটল ধরলে জাতি দুর্বল হয়ে যাবে-প্রফেসর ড. আবদুর রব

এনবি ডেস্ক: জুলাই বিপ্লবে তরুণেরা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছে। এই ঐক্যে ফাটল দেখা দিলে বিপ্লব নস্যাৎ হয়ে যাবে, জাতি দুর্বল হয়ে পড়বে। তাই শক্তিশালী জাতি গঠনে বিভাজনের পরিবর্তে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই — মন্তব্য করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন সংস্থা-ঢাকা আয়োজিত ‘তারুণ্যের গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণে চ্যালেঞ্জ ও উত্তরণে যুব তরুণদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান বক্তা হিসেবে এ কথা বলেন তিনি। দেশের খ্যাতিমান শিক্ষাবিদ, গবেষক ও আন্তর্জাতিক পরিবেশ বিজ্ঞানী এই সেমিনারের সভাপতিত্বও করেন।

‘জুলাই বিপ্লব তারুণ্যের বিজয়’ উল্লেখ করে প্রফেসর ড. আবদুর রব আরও বলেন, তরুণদের নেতৃত্বে বিজয় অর্জিত হয়েছে। এই বিপ্লবে শহীদ এবং আহত-পঙ্গুত্ব বরণকারীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই তরুণ ও কিশোর। তারুণ্যেরাই জাতিকে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার সাহস দেখিয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের প্রধান অতিথি ছিলেন দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেন, “স্বাধীনতার ৫৪ বছরেও শোষণ ও বৈষম্যমুক্ত দেশ গড়তে না পারা প্রবীণদের ব্যর্থতা।” তিনি অভিযোগ করেন, জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে, আর এজন্য জুলাই যোদ্ধাদেরও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালানো হচ্ছে। তরুণদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা বিভিন্ন ফাঁদে ফেলার চেষ্টা করছে, তাই লোভ-লালসা থেকে দূরে থাকতে হবে।

সভাপতি মোহাম্মদ কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব খন্দকার রাশেদুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ টি এম জিয়াউল হাসান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান।

এছাড়া সেমিনারে রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সাবেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Sharing is caring!