২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কাজ করবে ডিএমপি

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০৪:১১ পূর্বাহ্ণ
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কাজ করবে ডিএমপি

স্টাফ রিপোর্টার:
পবিত্র রমজান মাসে কোনো কুচক্রী মহল যাতে বাজারে দ্রব্যমূল্য নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সমন্বয় করে কাজ করবে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। ক্র্যাবের সাবেক সভাপতি মিজান মালিক এর তৃতীয় কাব্যগ্রন্থ ‘মায়াতন্ত্র’ এর মোড়ক উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সবার ক্রয় সীমার মধ্যে রাখতে আমরা কাজ করবো। কেউ যাতে দ্রব্যমূল্য নিয়ে বাজার অস্থিতিশীল করতে না পারে সেজন্য ডিএমপি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। রমজান শুরু আগেই আমরা এসব কার্যক্রম শুরু করবো।

Sharing is caring!