২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মোংলা বন্দরে যুক্ত হলো দুটি আধুনিক জলযান

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০৪:০৪ পূর্বাহ্ণ
মোংলা বন্দরে যুক্ত হলো দুটি আধুনিক জলযান

স্টাফ রিপোর্টার :
মোংলা বন্দরে আগত বিদেশি বড় বাণিজ্যিক জাহাজকে দ্রুত ও নিরাপদে জেটিতে ভেড়াতে কার্যকরী উদ্যোগ সম্পন্ন করা হয়েছে। এ কাজে বন্দরে যুক্ত হয়েছে ‘এমটি নীলকমল’ ও ‘এমটি জয়মনি’ নামে দুটি আধুনিক জলযান। বৃহস্পতিবার দুপুর ২টায় এই জলযান দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান। হংকংয়ের চিও লি শিপইয়ার্ড থেকে নির্মিত এই টাগবোট দুটি বুধবার দুপুরে বন্দরের ৮ নম্বর জেটিতে এসে পৌঁছায়। সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন ৭০ বোলার্ড পুলের পাওয়ার রয়েছে এ টাগবোটের। ১৭৪ কোটি টাকা ব্যয়ে টাগবোট দুটি ক্রয় করা হয়। এর আগে, মোংলা বন্দরের টাগবোটে সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন টাগবোট ছিল ৪০ বোলার্ডের। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান বলেন, ‘৭০ বোলার্ডের টাগবোট যুক্ত হওয়ায় মোংলা বন্দরে আগত বড় আকারের বাণিজ্যিক জাহাজগুলোকে দ্রুত ও নিরাপদভাবে বন্দর জেটিতে ভেড়ানো সম্ভব হবে। এতে করে সার্বিকভাবে জাহাজ হ্যান্ডলিংয়ে মোংলা বন্দরের সক্ষমতায় নবদিগন্তের সূচনা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান, পরিচালক (প্রশাসন) শাহীনুর রহমান, প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, সচিব কালাচাঁদ সিংহ, প্রধান হাইড্রোগ্রাফার কমান্ডার রাসেল আহমেদ খান, বোর্ড ও জনসংযোগ বিভাগের উপসচিব মো. মাকরুজ্জামান প্রমুখ।

 

Sharing is caring!